পরিযায়ী শ্রমিক - পলাশ সিকদার

পরিযায়ী শ্রমিক
    পলাশ সিকদার

একজন পরিযায়ী শ্রমিক আমি,
জীবন আমাদের খুবই কমদামী।
মাকড়শার মত দেওয়াল বাওয়া র কাজ,
যা সত্যি তা বলতে নেই কোনো লাজ।

একটা ময়লা কাথা পেতে রোজ শুই
গায়ের জামা-প্যান্ট বালিশ করে মাথায় দেই।
ঘুম আসেনা মনে পড়ে বৌ এর মুখ,
ফোন করে দেখি, ব্যস্ত ফোনে সে 
কারো সাথে ভাগ করছে নিজের সুখ।

রক্ত বয়না শিরায় শিরায়
বিস্ফোরিত হয়না বুক
সয়ে গেছে, প্রতিদিন পেয়ে পেয়ে
পরিযায়ী শ্রমিকদের এ দুখ।

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা