কবি বিকাশ ভৌমিকের কবিতা
এই মনের যন্ত্রণা
বিকাশ ভৌমিক
---------------------------
২২/০১/২৪
----------------------------
কাটছে সকাল ----কাটছে বিকাল-------
পড়ন্ত রোদের আলো --------
ক্লান্ত মনের গুনগুন ----না পাওয়া ইচ্ছার ভিড় !
এক অজানা যন্ত্রণার ঘ্রাণ। করি আস্বাদন প্রায়।
কবিমনের কল্পনা -----স্বপ্নের বিলাসিতা !
এক কাপ চায়ে----স্বর্গসুখের মৌতাত ।
স্বপ্নের আবেশ। সবুজ মনের আনন্দ।
কত সুখের শৈশব !মনে মনে অবগাহন।
স্মৃতির ভাণ্ডারে কত না অজানা রত্নধন ।
পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা।
অলক্ষ্যে রোদন ।
কৈশোরের স্বপ্নের দিনগুলো -----বসন্তের নববাতাস ।
প্রাণে শিহরণ। প্রাক--যৌবনের অজানা আবেশ ।
ভীরু মনের আনাগোনা । স্বপ্নের শুরু ।
উত্তাল যৌবন । প্রেমরসে মজেছিলো মন ।
দখিনা মাতাল বাতাস ।পুলকিত দেহমন । প্রিয়ার অপেক্ষায়।
স্বপ্নে গানে শয়নে জাগরণে কেটেছে সময়।
অদেখা অচেনা প্রিয়ার ছোঁয়ায় ।
কর্মব্যাস্ত জীবন এখন । মন ডুবে আছে সংসার সাধনায় । কল্পনার ছোঁয়া নাই এই বাস্তবের দুনিয়ায় ।
তবু আজো কখনো ব্যাকুল হয় এই মন ------যৌবনের রঙে রাঙ্গানো না দেখা প্রিয়ায় ।
চলে অণ্বেষণ । যদি খোঁজ মিলে তার ।
যারে খুব আপনার বলে আজো মনে হয় ।
যদি পাই -----শুধু ভালোবেসে আপন করে নিতাম তোমায় ।
জানি এ শুধুই সুখস্বপ্ন । স্বপ্ন দেখি আজো তোমায়।
শুধুই ভালোবাসার বিলাসিতায় ।
---------------------------------
----------বিকাশ ভৌমিক ---------
------------২০/০১/১৯ ---------
Comments
Post a Comment