কবি অনুপ কুমার জানার কবিতা
স্বাধীনতা
অনুপ কুমার জানা
মুক্তি পেয়েছি ইংরেজ শাসনের
এখনও পাইনি স্বাধীনতা ,
বঞ্চিত মোরা মৌলিক অধিকারে
মেলেনি ন্যায়ের মান্যতা ।
শাসন ছিল জোর জুলুমের
ইংরেজ শাসন কালে ,
স্বচ্ছতা তবু ছিল সর্বত্র
উন্নয়নের বেড়াজালে ।
শিক্ষা ছিল উন্নতমানের
অপেক্ষা রাখে না বলার ,
সম্মান ছিল শিক্ষিত মানুষের
ছিল না বেকারত্বের জ্বালার ।
আইন ছিল যথার্থই দেশে
হয়তো একটু কড়া ,
সবাইয়ের জন্য সমান আইন
ভাঙলে শাস্তি চড়া ।
আইন প্রকৃত ছিল বলেই
পেয়েছি আজ স্বাধীনতা ,
ছিয়াত্তর বছর মুক্ত ইংরেজ
তবুও আবদ্ধ পরাধীনতা ।
কেটেছে আজ গরিবতা দেশের
কাটেনি মননে গরিবতা ,
জুটেছে যদিও শিক্ষা সবাইয়ের
জাগেনি এখনও মানবতা ।
পাচ্ছি কতোটা প্রকৃত শিক্ষা
এসেছে সময় পরীক্ষণের ,
শিক্ষা দাতাগন দায়িত্বশীল কতোটা
আলোচ্য আজ সে বিষয়ের ।
কতোটা মজবুত শিক্ষা কাঠামোর
প্রশ্ন জাগে হৃদয়-দ্বারে ,
দিয়েছি যাদের শাসনের ভার
দিয়েছে শাসন পন্য করে ।
---------------- ০ ---------------
ভুল থাকলে ক্ষমা করে দেবেন ।
ReplyDeleteI became proud.
ReplyDelete