কবি দেবব্রত মাজীর কবিতা


 ফেসবুক সাহিত্য
দেবব্রত মাজী

ঘুম জড়ানো চোখে
                হাত খুঁজতে থাকে,
মাথার কাছে ফোন
                নমস্কার করে তাকে।

লিখতে হবে কবিতা
                দিতে হবে সকালবেলা,
সাড়া দেবেনা কেউ
                যদি দেয় সন্ধ্যাবেলা।

টিপতে থাকে দু'হাতে
                রেখে মাঝে মুঠোফোন,
কেউ করেনা পছন্দ
                পরে থাকা ল্যান্ডফোন।

থাকতে এমন যন্ত্র
                কাগজ কলম দূরে,
দেখেনা কেউ ভুলে
                আছে টেবিলে পড়ে।

কবিতা লেখা শেষ
                গরম কফি এলো,
খুলে গেলো গ্রুপ
                ফেইসবুকে পোস্ট হলো।

ভাবনা সব ফুটেছে
                তৃষিত মন অন্তরে,
চললো কবিতা আনমনে
                দেশ থেকে দেশান্তরে।

তারিখ: ১৫/১/২০২৪

Comments

  1. আমি ধন্য ও আপ্লুত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় পরিবার আলোর দিশা সাহিত্য পত্রিকার সম্পাদিকা সোমা বিশ্বাস এবং পরিচালক মণ্ডলীদের আমার কবিতাটি পত্রিকার ব্লগে যথাযথ মর্যাদা সহকারে স্থান দেওয়ার জন্য। সকল সদস্যদের আমার একান্ত অনুরোধ কবিতাটি পড়ে মতামত দিয়ে পত্রিকার সমৃদ্ধি করতে আপনার সহযোগিতার হাত বাড়িতে দিন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা