কবি অনুপ কুমার জানার কবিতা
বঙ্গভূমি
অনুপ কুমার জানা
বঙ্গভূমিতে জন্ম আমার
প্রণাম জানাই এ'মাটিকে ,
সবুজ সতেজ ক্ষেত সমূহ
সোনালী ফসল দিকে দিকে ।
বিদ্যাসাগরের ভূমির মাটি
মহানুভবতার সাড়া জাগায় ,
কাঁদতো প্রাণ অপরের দুঃখে
সমস্ত উজাড় দয়ায় মায়ায় ।
মাতঙ্গীনির বীরাঙ্গনার পরশে
উজ্জ্বলতম ভারত বিপ্লবীকতায় ,
দেশের জন্য তাঁর আত্মত্যাগ
প্রাণও বলি কি নিঃস্বার্থতায় !
ক্ষুদিরাম বসুর স্বদেশ প্রীতি
স্বদেশীকতা যে হৃদয়ে জাগে ,
কত অল্প বয়সে দেশপ্রেম
ভাবলে আজও আবাক লাগে!
রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নভূমি
শান্তিনিকেতন এক নব চেতনা ,
বিশ্ব মাঝে ওই বিশ্বভারতী
ছাতিম তলায় কত ভাবনা!
নেতাজী সুভাষের ব্রিটিশ অনিহা
আই সি এস খুশিতে প্রত্যাখ্যান ,
গৃহবন্দি থেকে বিদেশ পাড়ি
বঙ্গ ভূমিরই গর্বের সন্তান ।
বিবেকানন্দের প্রগাঢ় হিন্দুত্ববাদ
শিকাগো সম্মেলনে উষ্ণ বাগ্মীতা ,
বিশ্ব দরবারে ভারতের জয়গান ,
তারও জননী এই বঙ্গমাতা ।
সি আর দাশের পবিত্র বিপ্লবীকতা
নড়েছে টনক ব্রিটিশ গভর্নরের ,
বিনয়-বাদল-দিনেশের সাহসীকতা
জাগিয়েছে দেশাত্মবোধ সর্বস্তরের ।
পরাধীন ভারতে ব্রিটিশ অত্যাচার
প্রতিবাদ শুরু এখান থেকে ,
প্রদ্যোৎ ভট্টাচার্য , মানবেন্দ্র রায়
মান্যতা দিয়েছে এ'মাটিকে ।
গুপ্ত সভা-সমিতি সে সময়ে
চলতো ভালোই ইংরেজ আমলে ,
গদ্দারিকতা ছিল না মোটে
বাংলার গর্ব কত সে আমলে ।
কোথায় আজ সে সব দিন
কোথায় গেল সে সব মানুষ ,
প্রকৃতি আছে নিজ চেতনায়
মানুষ আজ বড্ড বেহুঁশ !
অশেষ ধন্যবাদ !
ReplyDelete