কবি লিয়াকত শেখের কবিতা


ঠান্ডার জাদু
লিয়াকত সেখ
তাং........১৩,০১,২৪

ঠান্ডায় হাত হয়ে গেছে কাত
হারিয়ে দেহের বল,
কুয়াশায় ঘেরা জীবনের বেড়া
নাক দিয়ে আসে জল ।

শীতে কেঁপে মরি হায় কি যে করি
মন বলে শুয়ে থাক,
রবি দিলো ফাঁকি বেলা নেই বাকি
শোনো শৃগালের ডাক ।

সকালের চায়ে লেপ দিয়ে গায়ে
ভালো লাগে দিতে চুম,
তেলে ভাজা আজ খেতে নাই লাজ
চোকে নিয়ে মৃদু ঘুম ।

এই শীতে হায় স্নান করা দায়
ঢাকিতে পারিনা লাজ
ডেকে বলি বধূ আজ তুমি শুধু
স্নান ঘরে করো রাজ ।

শিকারির বেশে শীত বলে হেসে
দেখো সব মোর খেলা,
কুয়াশার জাদু যুবা হলো দাদু
দিবসে রাতের বেলা ।

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা