কবি অনুপ কুমার জানার কবিতা


মকর সংক্রান্তি 
অনুপ কুমার জানা 

মেঘলা আকাশ বইছে বাতাস 
     যবু থবু সবাই শীতে ,  
সাত সকালে উঠেছে মায়েরা  
   সংক্রান্তির পূজো দিতে । 

  লক্ষ্মী পূজো প্রতি ঘর ঘর  
‌ ‌ শিব , শীতলা মন্দিরে ; 
ঘরের , বাহিরের পূজোর আয়োজন 
  মা-ঠাকুমার সময় নাই রে ! 

 টগবগ্ টগবগ্ ফুটছে জল 
   স্নান হবে অতি প্রভাতে ,  
শুভ্র শুচিতায় থাকবে সবাই 
  লক্ষ্মীদেবীর আরাধনাতে ।  

পূজোর আয়োজন সকাল সকাল 
      ব্রাহ্মনের দেখা নাই ,  
রয়েছে উপোস মা-বোন-ঠাকুমা 
      ভক্তি শ্রদ্ধায় সবাই !  

 শশা শাকালু আদা পাটালি  
    কড়াই শুঁটি আর কুল , 
কিশোর-কিশোরী যাচ্ছে সেজে  
     শুচিতায় সবাই আকুল !  

মকর দেবে পূজোর আয়োজনে  
      হৃদয় খোলা সবার ,  
বন্ধু প্রীতি তাই জেগেছে গভীরে 
   এ'চেতনা আসুক বারবার ! 

      ------------------------------

Comments

  1. অশেষ ধন্যবাদ ম্যাম ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা