কবি নদেরচাঁদ হাজরার কবিতা


ঠোক্কর
নদেরচাঁদ হাজরা

রুক্ষ বাস্তবে ঠোক্কর খাই বারবার
ছেলেবেলার কল্পনা
স্কুল জীবনের স্বপ্নের জাল
ভবিষ্যতের পরিকল্পনা
সব ভেঙে যায়৷
পড়ে থাকে শুধু ঈর্ষার কঙ্কাল
দিন পার করার একান্ত তাগিদ৷
বারবার মনে হয়,
সবকিছু ছেড়ে সন্ন্যাস নিতে পারলে ভালো হত৷
তাও হয়না
সংসারের আষ্ঠেপৃষ্ঠে টান,
দায়িত্ব
     কর্তব্য
           আর অন্যের মন যুগিয়ে কাটানো৷
কেউ ভালো নেই এখন
তবুও ভালো থাকার নাটক চলে
ঠোক্কর খেতে খেতে এগিয়ে চলে
এভাবেই একদিন পৃথিবীর সব দেনা মিটিয়ে
চেলে যায় অন্যলোকে৷

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা