কবি শেখ আশরাফের কবিতা
আফিম
শেখ আশরাফ
দুঃখের কুটিরে সুখের আবাস,
সুখের বাসরে দুঃখের নির্যাস;
মানুষের অন্তরে অন্য মানুষ,
রাতের আঁধারে পোড়ে ফানুস।।
আঁখি বোঝে আঁখির কথা,
বুকের মাঝে মরণ ব্যথা;
দিনের শেষে আপন দেশে,
নদীর বুকে শশাঙ্ক মেশে।।
অনলের মতো মনের দহন,
আঁখির কোণে জমে কাঁদন;
প্রভাত শেষে ঘাসের কোলে,
মৃত্যুর মুখে শিশির ঢোলে।
চিতার পরে সোনার কায়া,
কবর মাখে বসুধা মায়া;
জীবন তরী হাতড়ায় মোহনা,
বাউল ফকির ছড়ায় বন্দনা।
নিবিড় তিমিরে জোনাকির আসর
কিশোরীর চোখে দোসরের বাসর
জলন্দির বিলে ডাহুকের বিলাস,
সাপের বদনে অমাবস্যার উল্লাস;
সহজ সরল সাধারণ জীবন,
ত্রিকালের ত্রিবেণী ঘাটে মন্থন;
আদুড় শরীরে অসীম অভিযান,
ধূসর উঠোনে আফিম প্রতিদান।
১৩ জানুয়ারী ২০২৪
Comments
Post a Comment