কবি দেবব্রত মাজী মহাশয়ের কবিতা
বিচিত্র সাহিত্য
দেবব্রত মাজী
তারিখ: ১৪/১/২০২৪
বিচিত্র সাহিত্যের সম্ভার
উঠেছে সাজিয়ে রূপ,
মাধুর্য্য পরিপূর্ন ভাষা
যেন লাগছে অপরূপ।
বদলাচ্ছে তার রঙ
অক্ষর সোপানের খেলা,
আছে গণিতের শব্দ
ভাবছে ভবের মেলা।
অতীত হয়েছে দূর
পড়েছে রঙিন কাপড়,
খড়মড় আওয়াজ তার
লাগছে লিজ্জত পাঁপড়।
সুরেলা শব্দে স্নাত
পেয়েছে কলমের জাদু,
ঘুরছে নতুন অভিধান
যেন বিলুপ্ত ভাদু।
জানেনা কেউ ভবিষ্যত
ভরছে কত খাতা,
পেকে চুল সাদা
ঘর্মাক্ত হচ্ছে মাথা।
আদব কায়দা কত
বর্ণিত হচ্ছে সচিত্র,
লিপিত হচ্ছে অপকর্ম
সাহিত্য তাই বিচিত্র।
Comments
Post a Comment