কবি রাম প্রসাদ রায়ের কবিতা



 অন্তিম পরিণতি
রাম প্রসাদ রায়
                        
"সবই তো ঠিক আছে"
....বলেছিলে তাই-ই।
তবে আজ ক্রন্দনরত কেন ?
প্রশ্ন করে দেখো
খুঁবলে খাওয়া হৃদয়টাকে।
সেখান থেকে ধেয়ে আসা
উত্তর হবে একটাই,
তোমার তৃষাকে জাগিয়েছিলে
অনাবশ্যক উত্তুঙ্গ মাত্রায়,
পরিনামে হারিয়েছো সব।

"সবই তোমার করায়ত্ব"
....বলেছিলে তাই-ই।
তবে আজ বিমর্ষতার সাগরে
নিমজ্জিত কেন ?
কড়া নেড়ে দেখো
হৃদয়ের ভাঙা কপাটে,
উত্তর হবে একটাই।
ক্ষমতা পাওয়ার মোহে,
তোমার আত্মবিশ্বাস
নিয়ন্ত্রন-রেখাকে অতিক্রম করেছিলো,
পরিনামে হারিয়েছো সব।

"সব সুখ বৈভব তোমার ইচ্ছাধীন"
....বলেছিলে তাই-ই।
তবে আজ ভুলুন্ঠিত কেন ?
জিজ্ঞাসো হৃদয়ের মরচে-ধরা
জানালা'টাকে।
উত্তর হবে একটাই।
তব দ্বারা নিস্পেষিত
অজস্র মানুষের অভিসম্পাত!
পরিনামে হারিয়েছো সব।

এখন ক্রন্দন'ই তো তোমার
এক এবং অদ্বিতীয় পাথেয়।
প্রাণ-বায়ু শেষ হবার আগেই তো
শেষ হয় লোভ মোহ
অহঙ্কারের স্তুপ,
ক্রন্দনের পিচ্ছিল পথে ধরে।


লাভপুর, বীরভূম।
                        ১৩/০১/২০২৪
                         ______________

_________________________

,

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

কবি বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য মহাশয়ের কবিতা

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস