কবি লিয়াকত শেখের কবিতা




ভালোবাসার শীতল পরশ
 লিয়াকত সেখ

ভালোবাসার শীতল পরশ
জীবন করে ধন্য,
হাজার ব্যথা সহে মানুষ
ভালোবাসার জন্য ।

ভালোবাসার মানুষ যদি 
হাতটি রাখে হাতে,
ভয় লাগে না চলতে তখন
আঁধার কালো রাতে ।

ভালোবাসায় আঘাত পেলে
বাড়ে বুকে কষ্ট,
সুখের আশা ভেঙে বাসা
জীবন হবে নষ্ট !

টাকা দিয়ে ভালোবাসা 
কেনা নাহি যাবে,
ভালোবাসার বিনিময়ে 
ভালোবাসা পাবে ।

ভালোবাসার মানুষ পেলে 
স্বর্গ মাটির ঘরে,
সুখের পাখি ধরা দিয়ে
জীবন আলো করে ।

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা