কবি অমল ভট্টাচার্য্যের লেখা কবিতা


আকাশীর কথা
অমল ভট্টাচার্য্য 
-----------------------
 আমার একটা ঠাম্মা আছে,
আমি সারাদিন ঠাম্মার কাছেই থাকি।
ঠাম্মা আমাকে কতো গল্প শোনায়,
রূপকথার গল্প, রাজা রাণীর গল্প আর চোখ বড় বড় করে শোনায় ভূতের গল্প। 
এই দেখো, আমার নাম বলতেই তোমাদের ভুলে গেছি,
আমার নাম আকাশী, আমার মনটা আকাশের মতো বড় তো তাই আমার নাম আকাশী ,
এটা আমাকে ঠাম্মা বলেছে।

আমি পাঁচ বছরের একটা মেয়ে,
আমার দিন কাটে স্কুল করে আর ঠাম্মার কাছে গল্প শুনে।
ঠাম্মার যখন রাগ হয় আমার উপর,
ঠাম্মা বলে মরলে বাঁচি, 
সগ্গে যেতে পারলে বেঁচে যাই।

আমি ভাবি, ঠাম্মা সগ্গে কেন যেতে চায় ?
সগ্গ টা কতদূর, কোথায় ?
তবে আমি ঠাম্মা কে বলেছি,
বড় হয়ে আমি স্মার্ট ফোন হতে চাই।
ঠাম্মা বলে কেন কেন ?

আমি বলি, মা বাবা দুজনেই স্মার্ট ফোনকে সাথে সাথে নিয়ে ঘোরে,
যেখানেই যায় স্মার্ট ফোন নিয়ে যায়,
নিয়ম করে স্মার্ট ফোনকে চার্জ দেয়,
মাঝে মাঝেই স্মার্ট ফোন কে চুমুও খায়।

আমি স্মার্ট ফোন হলে ,
মা বাবার সাথে সাথে থাকতে পারবো,
মা বাবার সাথে সব জায়গাতেই যেতে পারবো,
মা তো আমাকে খাইয়েও দেয় না, 
মা আমাকে চুমুও খায় না ।
স্মার্ট ফোন হলে —-
মা আমাকেও আদর করে চুমু খাবে।
এইজন্য আমি স্মার্ট ফোন হতে চাই বুঝলে ঠাম্মা ।
------------------------------------

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা