কবি অনুপ কুমার জানার কবিতা
তুমি
অনুপ কুমার জানা
চাঁদের মতো মুখখানি
উঠেছে ফুটে দ্যুতি ,
কপালে টিপ , স্মৃতিতে সিঁদুর
যেন স্বপ্নপুরির শ্রীমতি ।
চিবুকে , গালে আলোর ছটা
রেডিয়াম সম বিচ্ছুরণ ,
নয়ন দু'খানি প্রেমের বার্তা ,
হরণ করেছে মন ।
সোনালী-লাল নেকলেস সেট
মানিয়েছে বেশ বুকে ,
যেন জ্যোৎস্না ভরা পূর্ণিমাতে
ধ্রুবতারা আঁকে ।
ওষ্ঠ যুগল গোলাপ সুধা ,
পরশ পেতে চায় ;
লজ্জা রাঙা প্রেমিকা আমার
মুখটি ঘুরিয়ে নেয় ।
কাজল কালো নয়ন যুগল
বলছে কত কি যে!
প্রেম মরুদ্যানে নব পথিক
পড়েছি শুধুই লাজে !
ভাষাতে তোমার মার্জিত কত
স্বভাবেরও নেই তুলনা ,
হৃদয় তোমার শুভ্র কুসুম
মৌমাছির অবাধ আনাগোনা ।
কত গুণের অধিকারিনী তুমি
রাজহংসী সম পাখনা ,
কলঙ্ক তোমায় পারেনি ছুঁতে
শুচিস্মিতায় তব কামনা ।
সাগর দেখেছি অতল কত
নীলাভ ইমেজে ঢাকা ,
তোমার মনের গভীরতা আজও
হৃদয়ে আসেনি আঁকা ।
বলো না ওগো সাবলীল ভাবে
কি আছে তব অভিলাষ?
আমি যে তোমার প্রেম সাগরে
দিশেহারা বারোমাস ।
--------- ০ --------
Anup Kumar Jana
ধন্যবাদ ম্যাম !
ReplyDelete