কবি লিয়াকত শেখের কবিতা

প্রযুক্তির ব্যবহার 
লিয়াকত সেখ
তাং........২০,০১,২৪

বন্ধ ঘরে অন্ধ হয়ে
থাকবো না আর মোরা,
স্বপ্নগুলো করতে সফল
চলবে ছুটে ঘোড়া ।

ঘরে বসেই বিশ্বটাকে
যায় যে এখন জানা,
প্রযুক্তির ওই পরশ পেতে
নেই তো কোনো মানা ।

আকাশ থেকে মরুর খবর
প্রযুক্তিতে বন্দী,
ঘরে বসে সব জানা যায়
করলে শুধু সন্ধি ।

জটিল হিসাব করতে এখন
আর লাগে না কষ্ট,
সিঁড়ি ভেঙে সরল করে
হয় না সময় নষ্ট ।

প্রযুক্তিটা ভালো কাজে
ব্যবহারে আলো,
খারাপ কাজে পতন ডেকে
 জগৎ আঁধার কালো ।

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা