অসমাপ্ত ক্যানভাস সৌরভ দাস হ্যাঁ, আমি নিজের প্রতি এতটা উদাসীন, হ্যাঁ, আমার জীবনের প্রতি এতটা অনীহা। জানো কেন? -এসব প্রশ্নের উত্তর দেয়ার আগে তোমার কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে_ বলতে পারো, ঠিক কতটুকু কষ্টের কান্না চোখ থেকে বেয়ে পড়ার আগে কান্নাগুলো ঢোক গিলে নিলে আমার শরীরটা আরো বেশি বিষাক্ত হবে? আচ্ছা, তোমার মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? কতোই বা বয়স ছিলো তখন আমার? তখন সবে একাদশ শ্রেণীর শেষ সীমান্ত ছুঁই ছুঁই। স্কুল থেকে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে প্রথম তোমার চোখে চোখ পড়েছিল। সেদিন বুঝেছিলাম, প্রথম দেখায় কাউকে এতটাও ভালো লাগতে পারে, যার রেশ আজীবন মনের মাঝে দাগ কেটে যায়। তারপর থেকে মাঝে মাঝেই স্কুল থেকে আসার সময় আমাদের দেখা হতো, একটু ভয় ভয়ও লাগতো। তারপর যখন দ্বাদশ শ্রেণীতে প্রাইভেট স্যারের কাছে ভর্তি হলাম, প্রথম দিন সেখানে তোমায় দেখে বেশ খুশি হয়েছিলাম জানো! তারপর থেকে আস্তে আস্তে তোমায় আরো একটু ভালো লাগা, ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা। একদিন ভাবলাম, আজ তোমার সাথে কথা বলবো। কিন্তু তুমি কি বলতে চাইবে? _এই কথা ভেবে ভেবে একদিন এক বন্ধুকে দিয়ে প্রথম...
Comments
Post a Comment