কবি দেবব্রত মাজীর কবিতা
চুরি উপাখ্যান
দেবব্রত মাজী
তারিখ: ১৭/১/২০২৪
অবলাকান্ত বলছে আজ
উপাখ্যান সব যত চুরি!
লাগবে তার ঘরের বাসন
সিঁদ কেটে করলো চুরি।
অনেক নামের আছে চুরি
করছে কেউ ছুঁড়ি চুরি,
ভাগিয়ে নিয়ে ঘরের বউ
কেউ করছে বউ চুরি।
মুড়ির মাসী মুড়ি রেখে
চললো করতে চপ চুরি,
সুযোগ বুঝে ভিখারী তার
করলো সব মুড়ি চুরি।
ধান কেটে গেছে চাষা
কাছে বাড়ি খেতে মুড়ি,
পাশেই ছিল কাকা নগেন
করলো তার ধান চুরি।
কিনতে গেছে দামী শাড়ি
বাজছে হাতে কাঁচের চুড়ি,
লাগলো লোভ কাদম্বরীর
লুকিয়ে করলো শাড়ি চুরি।
কিনতে গেছে দামী বই
সাদা চুলের এক বুড়ি,
নেই পয়সা হাতে তার
করলো তাই বই চুরি।
Comments
Post a Comment