কবি বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য মহাশয়ের কবিতা
দেব প্রতিষ্ঠা
বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
তারিখ :- ১৯/০১/২০২৪
[ একটি চতুর্দশপদী কবিতা ]
দেবের সৃষ্ট হয়ে কর দেব প্রতিষ্ঠা!
না জানি মাহাত্ম্য তাঁর, না করি বিশ্বাস
বহু মূল্য অভ্রভেদী রচিয়া মন্দির....
অসার অপপ্রয়াস, মিথ্যা পরাকাষ্ঠা।
প্রস্তর মূরতি মহা করিছ নির্ম্মান!
'সে মন্দিরে দেব নাই', তুমি ভালো জান ;
এ শুধু অহমিকার মরিয়া প্রকাশ --
হায় রে মনুষ্য,এ কী দর্প-আস্ফালন!
কর্মহীন হেথা হোথা কাঁদিছে নিরন্ন,
সে সবে উপেক্ষা করি করিছ উৎসব?
ভাব ভক্তি ছাড়ি শুধু মত্ত উন্মাদনা...
মনুষ্যের হাতে পড়ি দেবতা বিপন্ন !
সতত জগতীতলে তিনি নিরাকার,
হৃদয় দেউলে কর স্থাপনা তাঁহার।
Comments
Post a Comment