কবি অরবিন্দ সরকারের কবিতা

১৮/০১/২০২৪

              ত্রেতাযুগে রাম
             অরবিন্দ সরকার
     
রাম কারো বাপের না, এই হিন্দু স্থানে,
সরজু নদীর তীরে, অযোধ্যার রাজা,
ন্যায়ের প্রতীক তিনি, জনগণ প্রজা,
উল্লেখ পাওয়া যায়,লেখা রামায়ণে।

পিতৃ আদেশ পালনে, তিনি যান বনে,
এখনকার সন্তান, বাপ্ মাকে সাজা,
বৃদ্ধাশ্রমে বনবাস, দুঃখ তরতাজা,
কলিযুগে কেলো কীর্তি, শ্রীরাম বিহনে।

রামায়ণ মহাকাব্য, বাল্মীকি রচিত,
কৃত্তিবাস ওঝা তিনি, বাংলা অনুবাদে,
মহান রাজা হিসেবে, তারকা খচিত,
রামকে ঘিরে ভারত, জড়ায় বিবাদে।

ভোটের তরণী পারে, ছুঁচোর কীর্ত্তন,
সাম্প্রদায়িক শক্তির, দ্বন্দ্ব মূলধন।

Comments

Popular posts from this blog

আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪

মাটির শহর - সৌভিক দেবনাথ

কবি বিকাশ ভৌমিকের কবিতা