বরষা মুখর - অরবিন্দ সরকার
বরষামুখর অরবিন্দ সরকার বহরমপুর, মুর্শিদাবাদ। কৃষ্ণবর্ণ কেশ ধূম্র হুঙ্কার গর্জনে, বারিপাত চারিধারে চমকি বিজলী, পশুপক্ষী শুষ্ক মুখ খাবার বিহনে, নদীনালা খালবিল ভ'রপুর ডালি। চাষীরা লাঙল ঘাড়ে মাঠে করে চাষ, বীজ রোপণ ধানের মস্তকে মাথাল, পথেঘাটে মাছব্যাঙ ছাড়ে নন্দশ্বাস, ছেলেপুলে মাছ ধরে পথে ফেলে জাল। সর্দি কাশি জ্বরজ্বালা বরষার রোগ, ধণীর রেইনকোর্ট গরীবের বস্তা, বন্যার ভ্রুকুটি মেলে ক্ষতির দুর্ভোগ ত্রাণকার্যে কারচুপি মৃতদেহ সস্তা। কারো পৌষমাস আসে কারো সর্ব্বনাশ, আশায় চাষারা খাটে অনিশ্চিত আশ। ৩০/০৬/২০২১