উপসর্গ (ছোটগল্প) -- অরবিন্দ সরকার
২৮/০৭/২০২১ উপসর্গ (ছোটগল্প) -- অরবিন্দ সরকার বহরমপুর, মুর্শিদাবাদ। গ্রামের নাম জোতকমল। জোতদারদের বাস এখানে, চারিদিকে ফসলের জমির মাঝে এই গ্রাম।একটি পাড়া আছে শেষপ্রান্তে মজুরশ্রেণীর বাস সেখানে।জোতদারেরা ওইসব বাড়িতে ওঠাবসা করে একবিঘা,দুইবিঘার ফসলের বিনিময়ে। ওদের তালের তাড়ি,পচাই মদের ভাগীদার এরা। এক জোতদার হৃষিকেশ সামন্ত তার ভাগীদারের বাড়ীর সব দায়িত্ব নিয়েছেন। ভাগীদার মোটাসোটা বুদ্ধি- তেঁতুল কোনাই। তেঁতুলের বিয়ের ক'নে দেখা ও বিয়ে দেওয়া তিনি সম্পন্ন করেছেন।মেয়ের বাবা ,মা ও মেয়ের কারোরই মত ছিলো না। মোড়ল মেয়ের বাপ মাকে টাকা দিয়ে রাজী করিয়েছেন।আর মেয়েকে সোনার গয়না, শা...