আলোর দিশা সাহিত্য পত্রিকা - জানুয়ারী সংখ্যা ২০২৪
আলোর দিশা সাহিত্য পত্রিকা ব্লগজিন - জানুয়ারী সংখ্যা ২০২৪ প্রতিষ্ঠাত্রী ও সম্পাদিকা - সোমা বিশ্বাস প্রকাশক - আলোর দিশা প্রকাশন শ্রীরামপুর, হুগলী যোগাযোগ - ৬২৯১৭৫৬৫২৪ ইমেল - aalordishasahityapotrika@gmail.com স্বাধীনতা অমল ভট্টাচার্য্য একটা চায়ের দোকানে আড্ডা চলছিল, রাজনৈতিক নেতা, কর্মী,সমাজসেবী, বিদ্বজ্জন, মানুষের মতো দেখতে কিছু সাধারণ মানুষ ছিল। আমিও মুখোশ সরিয়ে মানুষ সেজে তাদের মধ্যেই ছিলাম। স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যে, চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা উঠল স্বাধীনতার প্রাসঙ্গিকতা নিয়ে। শুনলাম দলমত নির্বিশেষে সবাই স্বীকার করে নিলেন যে কাঙ্খিত স্বাধীনতার থেকে আমরা কয়েক যোজন দূরে। সকলের গলাতেই আক্ষেপের সুর। আমি চুপচাপ ছিলাম দেখে সকলে আমার মতামত জানতে চাইলেন। মুখোশ যখন সরিয়ে মানুষের মতো সেজেছি তখন আমিও সত্য কথা সত্য ভাবেই ব্যক্ত করলাম। আপনারা দেশের জনতা, নেতা, বিদ্বজ্জন, সমাজকর্মী সবাইকেই অপমান করলেন। আসলে আমার দেশ সম্পূর্ণ স্বাধীনতার স্বাদে ভরপুর, স্বাধীনতার ছবি প্রস্ফুটিত হয...