অনলাইনে পড়া - মনীষা ঘোষ
অনলাইনে পড়া মনীষা ঘোষ আমাদের এই শৈশবটা আসবে না আর, ভাইরাসের কারণ তরে। যাচ্ছে মুছে স্কুলের ওই গন্ডি, এখন শুধু অনলাইনে পড়া পড়া খেলা। পরীক্ষা সব গেছে উঠে, সবাই এখন পাস ফেল হয় না কেউ আর। এখন কাঁদে বই ক্লাস রুমের ওই বেঞ্চ, এখন আর কেউ চাই না ছুটি, পড়া শোনায় দেবে না ফাঁকি। কাঁধে আমার বড্ড ব্যথা, মুছে গেছে আজ সে সব কথা। আকাশটা আজ বড্ড ছোট্ট, ভাইরাসের ভিড়ে। খেলার মাঠ যাচ্ছে হারিয়ে, শুধুই কি ? অট্টালিকার ভিড়ে।