ঘোমটা - সোমা বিশ্বাস
'ঘোমটা' সোমা বিশ্বাস ঘোমটা ঢাকা নতুন কনে লক্ষ্মীমন্ত বৌ, সারাক্ষণই 'ঘোমটা ঢাকা মুখ দেখেনি কেউ । ট্যাপার ছেলে খ্যাপার গিন্নি ক্ষ্যান্তো বুড়ির নাতনি বিন্নি, মিষ্টি কথায় মন ভোলায়, রান্নাঘরে খুন্তি নাড়ায় । কাজ করে বেশ, রাঁধে ভালো, ঘরে যেন জ্বলছে আলো । লক্ষ্মীবধূর নাম ছড়ালো দশপাড়াতে দেখতে এলো । " শুনেছি খ্যাপা তোর বৌটা কখনো দেয় না মুখ ঝামটা, লক্ষ্মীমন্ত বৌটা খাসা আলো করেছে তোর বাসা, গলার স্বর কোকিল কন্ঠী রাঁধুনিতে দ্রৌপদী । মুখ দেখবার শখ হয়েছে, দেখি কেমন বৌ হয়েছে !" বৌ শুনে তো পালিয়ে বেড়ায়, গ্রামবাসীও দাপিয়ে বেড়ায় । মুখ দেখবেই, মুখ দেখবে নাহলে একঘর করবে । তবুও বৌ নয়তো রাজী, ভাবছে খ্য...