কবিতা - মাগো তুমি দাওনি কেন শিক্ষা - বুদ্ধেশ্বর পৈলান
মা-গো তুমি দাওনি কেন শিক্ষা, অভিজিৎ হালদার মা - গাে কেন বা জন্ম দিলে ছেলে কেন বা দেখালে আলাে । সমাজে তার অত্যাচারে আর চলেনা মা - গাে জন্ম যদি দিলে মা - গাে দাওনি কেন শিক্ষা , দুদিন পর সমাজেতে চাইতে হবে ভিক্ষা মা - গাে তুমি দাওনি কেন শিক্ষা, তুমিও নারী আমিও নারী নারী ধরিত্রী মাতা , সমাজ টাকে নােংরা করে দিচ্ছে পাপিরা মা - গাে তুমি দাওনি কেন শিক্ষা । মা - গাে বাজেনা তালি এক হাতেতেই প্রশ্রয় দিচ্ছ তুমি অন্যায়টাকেই মাগাে প্রমান তার হাতে নাতেই , দিতে যদি একটু শিক্ষা মা-গো হতো বড়ো ভালো। তোমার সন্তান সব থাকতো মা-গো দেখতো তারা আলো মা - গাে তুমি দাওনি কেন শিক্ষা মা - গাে তুমি দাওনি কেন শিক্ষা।।