কবি শান্তি রঞ্জন দের কবিতা
আলোর দিশা পায় লেখনী শান্তি রঞ্জন দে আলোর দিশা পায় লেখনী আলোর দিশা পত্রিকাতে লিখে ছড়ায় কবি লেখকের নাম প্রশংসিত হয় চতুর্দিকে। সুখের ঠিকানা পায় খুঁজে মন তৃপ্ত সৃজন সুখে সাহিত্যের স্বপ্নিল উচ্ছ্বাস পড়ছে ঝরে বুকে। আলোর দিশার সম্পাদিকা উদ্যমী সোমা বিশ্বাস প্রকাশ করেন সৃজন সবার লেখনীরে দেন আশ্বাস। কবি মনের ভাবনা যত আলোর দিশায় বাঙ্ময় আলোর দিশা পত্রিকায় লিখে ধন্য এ' হয় কবি হৃদয়। নতুন বছরে আলোর দিশা হোক আরও জনপ্রিয় কাব্য সৃজনে নিবেদিত সুধী এই পত্রিকাকে ভালোবাসা দিও। তারিখ : ৩১۔১২۔ ২৩